in স্বপ্ন ও দার্শনিকতা by
স্বপ্নে দেখা কি নির্দেশ করে? স্বপ্নে দেখা কি সত্যি হয়

1 Answer

+1 vote
by
মানুষ বিভিন্ন সময়ে এক এক ধরনের স্বপ্ন দেখে থাকে। অধিকাংশ স্বপ্ন রাতে ঘুমের মাঝে হলেও দিনের বেলা ঘুমের মাঝেও স্বপ্ন কদাচিৎ দেখা যায়।

এই স্বপ্ন একটি এক এক অর্থ বহন করে থাকে।

সাধারণত বলা হয়ে থাকে যে, সকালে ভোরের স্বপ্ন সত্যি হয়।

আসলে দীর্ঘ রাতের পর সকালের সূর্য মূলত একটি নতুন দিন দেয়। নতুন দিনে মানুষ তার কর্ম নতুন উদ্দমে নতুন ভাবে করে সফলতা পেতে পারে।
তাই ভোরের স্বপ্ন সত্যি হয় বলে ধরে নেওয়া। কেননা ভোরের পরতো ভয়ের আর কিছু থাকেনা। রাত কেটে ভোর হওয়া মানেই বিপদ শেষ নতুন জীবন শুরু হওয়া। যেহেতু ঘুমের মাঝে আমরা কিছুই জানিনা, তাই এটিকে নব জন্ম হিসাবেও গণ্য করেন অনেকেই। এই কারনে ভোরের স্বপ্ন হল নতুন জীবনের শুরু।

এখানে ভোরের ভাল স্বপ্নকে দিনটি সুন্দর কেটে যাওয়া বোঝায়। আবার খারাপ কোন স্বপ্ন হলে দিনটা বিপদের হিসাবে সতর্কতায় কেটে যায়।

তথাপি অন্য সময়ের স্বপ্ন যে সত্যি হয়না তাও নয়। আসলে ৯৯% স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। আর যার যেটুকু পূর্ণ হয় সেখানে দেখা যায় পরিশ্রমের ফল।

কিন্তু দিনের বেলা সন্ধ্যা রাতে ঘুমের স্বপ্ন গুলো কোন একটা বিপদের বার্তা হিসাবেই আসে তাই এগুলোও সত্যি হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...