ইউটিউব মনিটাইজেশনঃ মূলত আপনার ভ্যালুয়াবল ভিডিও কন্টেন্টের দর্শক চাহিদার উপর ভিক্তি করে ইউটিউব মনিটাইজেশন দেয়।
ইউটিউব মনিটাইজেশন হচ্ছে ইউটিউব থেকে ইনকামের একটি উপায়।
এই মনিটাইজেশন পেতে আপনাকে প্রথমে সঠিকভাবে গুগল একাউন্ট করতে হবে। সেখানে সঠিক তথ্য দিতে হবে।
এরপর একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেলটি ব্রান্ড নাম হতে পারে অথবা ব্যক্তিগত নামও হতে পারে।
এরপর চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে।
ইউটিউবে অন্যের ভিডিও বা কপি করা যাবেনা। ইউটিউব নীতিমালার বাইরের ভিডিও পর্ণসহ মিথ্যা তথ্যের ভিডিও দেওয়া যাবেনা।
এবার অপেক্ষা করতে হবে ভিডিও ভিউয়ের জন্য। অবশ্য আপনি মার্কেটিং শেয়ারিং করতে পারেন।
যখন আপনার চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ভিউ হবে তখন আপনি মনিটাইজেশন এর আবেদন করতে পারবেন।
ভিডিওতে যদি ভায়োলেন্স কিছু না থাকে তবে এপ্রুভ পেয়ে যাবেন।
এভাবেই শুরু করতে পারেন আপনার ইউটিউব চ্যানেল।