1 Answer

+1 vote
by
 
Best answer
ওয়েবপেজঃ কতগুলো ট্যাগের সমন্বয়ে html ভাষায় লিখিত ডকুমেন্টস কে ওয়েব পেজ বলে।
ওয়েবপেজের মৌলিক স্ট্রাকচার হচ্ছে

<html>

<head><tittle></tittle></head>

<body>

</body>

</html>

উপরে বিশেষ সংকেতে লেখা শব্দগুলোই হচ্ছে ট্যাগ।

এই উদাহরণ মূলত একটি খালি বা ফাকা ওয়েবপেজ।

এর বডি ট্যাগের ভেতর যা খুশি কন্টেন্ট লেখা যেতে পারে। এমমকি কন্টেন্টের ধরন অনুযায়ী যত খুশি ট্যাগ ব্যবহার করা যায়।

তবে এই কোড গুলো লেখার পর পেজটি সেভ করার সময় পেজটিতে যেকোন একটি নাম দিয়ে নামের শেষে অবশ্যই .html কথাটি লিখে সেভ করতে হবে। এই কথাটি না লিখলে তা ওয়েবপেজ বলে গণ্য হবেনা।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...