অনলাইনে ব্লগিং করে টাকা ইনকাম বিষয়ে যারা খোজ খবর রাখেন তাদের কাছে অতি পরিচিত শব্দ নিশ ব্লগিং।
কিন্তু অনেকেই জানেননা এই নিশ ব্লগিং কি।
আসলে ব্লগিং এর অনেক টপিক ধরন বা বিষয় আছে।
অধিকাংশ মানুষ ব্লগ তৈরি করে যা খুশি পোস্ট করে।
কিন্তু কেউ কেউ তা করেনা। তারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় যে কোন বিষয়ে লিখবে।
এই ধরনের মাত্র এক বিষয় বা একটি ক্যাটাগরি নিয়া ব্লগিংকে নিশ ব্লগিং বলে।
যেমন প্রোগ্রামিং ব্লগ।
তাহলে এখানে শুধু মাত্র প্রোগ্রামিং কোড, সফটওয়্যার, সফটওয়্যার এর বাগ ইত্যাদি নিয়া আলোচনা করা হয়।
এই সাইটে কখনো কেনা বেচা, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি নিয়া আলোচনা হয়না।