in স্বাস্থ্য ও চিকিৎসা by
খাদ্য সংরক্ষণ
মধু কত দিন ভালো থাকে?

2 Answers

0 votes
by
মধু হচ্ছে মৌমাছি কতৃক ফুলের নেকটর উপাদান থেকে তৈরি ঘন আঠালো মিষ্টি বা সুক্রোজ যুক্ত পদার্থ। এটি খেতে দারুন সুস্বাদু।

তবে মধুর উপকারীতাও অনেক।

সাধারণত মধুতে জলীয় অংশ থাকেনা বললেই চলে।

এবং এটি এন্টিমাইক্রোবিয়াল।

তাই মধু অনেক দিন সংরক্ষন করা যায়।

জীবাণু মুক্ত করে ৫ বছর সংরক্ষণের কথা শোনা যায়।

তবে সাধারণ এক বছর সংরক্ষণ করা যায়।

বলা হয়ে থাকে যে মধু নষ্ট হয়না।

রঙ্গিন বা কালো কাচের বোতল বা ক্যানে মধু ৫০ বছরেরও বেশি সময় ভালো থাকে, শুধু গন্ধ কিছুটা পালটে যায়।
0 votes
by
মধু হচ্ছে মৌমাছি কতৃক ফুলের নেকটর উপাদান থেকে তৈরি ঘন আঠালো মিষ্টি বা সুক্রোজ যুক্ত পদার্থ। এটি খেতে দারুন সুস্বাদু। তবে মধুর উপকারীতাও অনেক। সাধারণত মধুতে জলীয় অংশ থাকেনা বললেই চলে। এবং এটি এন্টিমাইক্রোবিয়াল। তাই মধু অনেক দিন সংরক্ষন করা যায়। জীবাণু মুক্ত করে ৫ বছর সংরক্ষণের কথা শোনা যায়। তবে সাধারণ এক বছর সংরক্ষণ করা যায়। বলা হয়ে থাকে যে মধু নষ্ট হয় না মধু।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...