কস্টিউম মানে হচ্ছে মেকাপ সামগ্রী সহ অভিনয়ের জন্য অন্য কোন চরিত্রের মত সাজতে প্রয়োজনীয় নানা জিনিস।
যেমন বয়স্ক অভিনয় করতে বয়স্ক মানুষ সাজতে নকল পাকা চুল দাড়ি, গোফ, স্কিনের জন্য মেকাপ ক্রিম ইত্যাদি জিনিস গুলোকে কস্টিউম বলা হয়।
এছাড়া গহনা, জুয়েলারী, মুকুট, টুপি ইত্যাদি পরিধান যোগ্য সবকিছুই কস্টিউমের অন্তর্ভুক্ত। তবে মেইন পোষাককে অনেকেই কস্টিউমে ফেলেন না।