মধ্যভোগী বলতে বোঝায় কোন পন্যের উৎপাদক ও কাস্টমারের মধ্যবর্তী একদল মানুষ যারা শুধুমাত্র হাত বদল, পরিবহন, সহজলভ্যকরন ইত্যাদির মাধ্যমে মুনাফা করে।
তবে মধ্যভোগী শুধু ব্যবসার ক্ষেত্রে নয়। যেকোন বিষয়ের নীতিতে দুই পক্ষের মধ্যে মিউচুয়াল হিসাবে যারা থাকে তাদের মধ্যভোগী বলে। এরা সুবিধাবাদী হয় বেশি।