1 Answer

0 votes
by
একটি তীব্র এসিড ও একটি তীব্র ক্ষারের বিক্রিয়া হল প্রশমন বিক্রিয়া।

একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপ উদগিরণ হবে নাকি তাপ শোষিত হবে তা নির্ভর করে বিক্রিয়াকগুলো বন্ধন ভাঙ্গার জন্য নির্গত শক্তি ও নতুন বন্ধন গড়ার জন্য শোষিত শক্তির পার্থক্যের উপর।

কিন্তু এসিড ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় মূলত H+ ও OH- মিলে পানি তৈরি করে। অন্য আয়নগুলো বিক্রিয়া না করে দ্রবনে পরিদিপ্ত থাকে। তাই পানি তৈরির জন্য যে তাপ সৃষ্টি হয় তাকেই প্রশমন তাপ বলা হয় আর তা হল ৫৭.৩ কিলো জুল পার মোল। সকল প্রশমন বিক্রিয়ায় এই তাপ মোটামুটি এক বা ধ্রুব কারন সকল প্রশমণ বিক্রিয়ায় শুধু পানি সৃষ্টি হয়। অন্য উপাদান আয়ন হিসাবে দ্রবণে পাশাপাশি অবস্থান করে থাকে মাত্র।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...