আমরা জানি অধাতুগুলো ইলেকট্রন গ্রহন করে তাই এদের ইলেক্ট্রনেগেটিভিটি মৌল বলে। অধাতু গুলোর মধ্যে ফ্লোরিন পরমাণুর আকার সবচেয়ে ছোট। তাই কেন্দ্র থেকে সর্বশেষ কক্ষপথের ইলেক্ট্রনের উপর আকর্ষণ বল বেশি। ফলে ইলেক্ট্রন গ্রহন কালে অন্যদের তুলনায় ফ্লোরিন বেশি বলে ইলেকট্রনকে আকর্ষণ করে বলে ইলেক্ট্রনেগেটিভিটির মান বৃদ্ধি পায়।