1 Answer

0 votes
by
১। প্রস্বেদনের ফলে উদ্ভিদ
দেহ থেকে পানি বের করে
দিয়ে অতিরিক্ত পানির
চাপ থেকে মুক্ত হয়।
২। প্রস্বেদন কোষরসের ঘনত্ব
বৃদ্ধি করে। ফলে উদ্ভিদ
সহজে মূল দিয়ে পানি ও
খনিজ লবণ শোষণ করতে
পারে।
৩। প্রস্বেদনের কারণে
উদ্ভিদ দেহ ঠাণ্ডা থাকে
এবং পাতার আর্দ্রতা বজায়
থাকে।
৪। কিন্তু প্রস্বেদন
অতিরিক্ত পানি বের করে
দেয় বলে একে উদ্ভিদের
"Necessary evil" বলে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...