1 Answer

0 votes
by
যে কোনো রাসায়নিক
বিক্রিয়ায় নিচের
বৈশিষ্ট্যগুলো দেখা যায়:
(১) বিক্রিয়ার ফলে সৃষ্ট
বস্তুসমূহের ধর্ম
বিক্রিয়কসমূহের ধর্ম হতে
সম্পূর্ন ভিন্ন হবে। যেমন:
C+O2=CO2
এ বিক্রিয়ায় একটি
বিক্রিয়ক কার্বন হচ্ছে কৃষ্ণ
বর্ণের কঠিন পদার্থ, যা
কয়লার প্রধান উপাদান।
আরেকটি বিক্রিয়ক
অক্সিজেন গ্যাস, যা দহনে
সাহায্য করে এবং যা
মানুষের শ্বাসপ্রশ্বাসের
জন্য অত্যন্ত জরুরি।
অপরদিকে উৎপাদিত কার্বন
ডাইঅক্সাইড একটি গ্যাস,
যা দহন বন্ধ করে। কার্বন
ডাইঅক্সাইড গ্যাস শ্বাস
রোধ করে। কার্বন
ডাইঅক্সাইড চুনের পানিকে
ঘোলা করে; কার্বন বা
অক্সিজেন তা করে না।
(২) বিক্রিয়ায় অবশ্যই
তাপের বর্জন বা শোষণ হবে।
যেমন:
2H2+O2=2H2O+ তাপ (তাপ
বর্জন)
N2+O2=2NO- তাপ (তাপ শোষণ)
(৩) একটি রাসায়নিক
বিক্রিয়া সর্বদা
বিক্রিয়কসমূহের একটি
নির্দিষ্ট ভর অনুপাতে
অনুষ্ঠিত হয়। যেমন:
2H2+O2=2H2O
H2+ 1/2O2=H2O
এক্ষেত্রে 1 mole
হাইড্রোজেন অণু 1/2 mole
অক্সিজেন অণুর সাথে
বিক্রিয়া করে পানি
উৎপন্ন করে।
(৪) একটি রাসায়নিক
বিক্রিয়ায় কোনো পরমাণুর
সৃষ্টি বা বিলুপ্তি ঘটে না।
সুতরাং বিক্রিয়ক ও
উৎপাদসমূহে বিভিন্ন
মৌলের পরমাণুর সংখ্যা
অপরিবর্তিত থাকবে।
KOH+NH4Cl=KCl+NH3+H2O
এ বিক্রিয়ায়
বিক্রিয়কসমূহের সর্বমোট
একটি পটাসিয়াম পরমাণু,
একটি অক্সিজেন পরমাণু,
একটি নাইট্রোজেন পরমাণু,
একটি ক্লোরিন পরমাণু এবং
পাঁচটি হাইড্রোজেন পরমাণু
আছে। উৎপাদসমূহেও সর্বমোট
হিসেবে এ সকল সংখ্যা
অপরিবর্তিত আছে।
(৫) রাসায়নিক বিক্রিয়ায়
ভরের কোনো পরিবর্তন হয়
না৷ অর্থাৎ বিক্রিয়কসমূহের
মোট ভর এবং উৎপাদসমূহের
মোট ভর একই হবে।
N2+3H2=2NH3
এক্ষেত্রে 1 মোল
নাইট্রোজেন 3 মোল
হাইড্রোজেনের সাথে
বিক্রিয়া করে 2 মোল
অ্যামোনিয়া উৎপন্ন করে।
28g নাইট্রোজেন ও 6g
হাইড্রোজেন বিক্রিয়া
করে 34g অ্যামোনিয়া
উৎপন্ন করে।
বিক্রিয়কসমূহের মোট ভর 28
+ 6 = 34।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...