১। ব্যাপন প্রক্রিয়ায়
সালোকসংশ্লেষণের
মাধ্যমে উদ্ভিদ CO2 গ্রহণ
এবং O2 ত্যাগ করে। আবার
একই প্রক্রিয়ায় শ্বসনের
মাধ্যমে প্রাণী O2 গ্রহণ
এবং CO2 ত্যাগ করে।
২। প্রস্বেদনের মাধ্যমে
ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ
বাষ্পাকারে দেহ থেকে
পানি বের করে দেয়।
৩। ব্যাপন প্রক্রিয়ায়
প্রাণিদেহে রক্ত থেকে
পুষ্টি উপাদান, অক্সিজেন
ইত্যাদি লসিকায় বহন ও
লসিকা থেকে কোষে
পরিবহন করে।