কাণ্ড ও পাতাকে সতেজ ও
খাড়া রাখতে সাহায্য
করে। অভিস্রবণের মাধ্যমে
জীবকোষের মধ্যে বিভিন্ন
জৈব রাসায়নিক
প্রক্রিয়াগুলো সচল থাকে।
উদ্ভিদ এককোষী মূলরোম
দিয়ে মাটি থেকে পানি
এবং পানিতে দ্রবীভূত
খনিজ লবণ শোষণ করে।
প্রাণীর অন্ত্রে খাদ্য
শোষিত হয় অভিস্রবণ
প্রক্রিয়ায়।
১। অভিস্রবণের মাধ্যমে
জীবকোষের মধ্যে বিভিন্ন
জৈব রাসায়নিক
প্রক্রিয়াগুলো সচল থাকে।
২। উদ্ভিদ এককোষী মূলরোম
দিয়ে মাটি থেকে পানি ও
পানিতে দ্রবীভূত খনিজ লবণ
শোষণ করে।
৩। প্রাণীর অন্ত্রে খাদ্য
শোষিত হয় অভিস্রবণ
প্রক্রিয়ায়।