একক ভরের কোন বস্তুর
তাপমাত্রা এক ডিগ্রি
বাড়াতে যে পরিমাণ
তাপের প্রয়োজন হয় তাকে ঐ
বস্তুর উপাদানের আপেক্ষিক
তাপ বলে।
যদি m ভরের কোন বস্তুতে ΔQ
পরিমাণ তাপ প্রয়োগ করলে
এর তাপমাত্রা ΔT পরিমাণ
বৃদ্ধি পায়, তাহলে বস্তুর
আপেক্ষিক তাপ,
কিন্তু গ্যাসকে তাপ দিলে
তাপমাত্রা বৃদ্ধির সাথে
সাথে এর আয়তন ও চাপ উভয়ই
বৃদ্ধি পায়। তাই গ্যাসের
ক্ষেত্রে কখনও আয়তনকে,
আবার কখনও চাপকে স্থির
রাখা হয়। ফলে গ্যাসের দুই
প্রকার আপেক্ষিক তাপ
পাওয়া যায়। যথাঃ ১) স্থির
আয়তনে গ্যাসের আপেক্ষিক
তাপ, ২) স্থির চাপে গ্যাসের
আপেক্ষিক তাপ।
১) স্থির আয়তনে গ্যাসের
আপেক্ষিক তাপঃস্থির
আয়তনে একক ভরের কোন
গ্যাসের তাপমাত্রা 1
ডিগ্রি বাড়াতে যে
পরিমাণ তাপের প্রয়োজন হয়,
তাকে স্থির আয়তনে
গ্যাসের আপেক্ষিক তাপ
বলা হয়। একে CV দ্বারা
প্রকাশ করা হয়।
২) স্থির চাপে গ্যাসের
আপেক্ষিক তাপঃচাপ স্থির
রেখে একক ভরের কোন
গ্যাসের তাপমাত্রা 1
ডিগ্রি বাড়াতে যে
পরিমাণ তাপের প্রয়োজন হয়,
তাকে স্থির চাপে গ্যাসের
আপেক্ষিক তাপ বলা হয়।
একে Cp দ্বারা প্রকাশ করা
হয়।