যে বিক্রিয়ায় দুইটি যৌগ
পরস্পরের মধ্যে তাদের
উপাদান মূলক বা পরমাণু
বিনিময় করে দুইটি নতুন যৌগ
উৎপন্ন করে, তাকে
দ্বিবিযোজন বিক্রিয়া
বলা হয়। যেমন, সোডিয়াম
ক্লোরাইড ও সিলভার
নাইট্রেটের বিক্রিয়ায়
সোডিয়াম নাইট্রেট ও
সিলভার ক্লোরাইড উৎপন্ন
হয়।
AgNO3+NaCl=AgCl↓ + NaNO3