in সাধারণ জিজ্ঞাসা by
অকাল পক্ক বাগধারাটি বিশ্লেষণ কর?

1 Answer

0 votes
by
অকাল পক্ক কথাটির অর্থ অকালে পাকা। অল্প বয়সে পাকা, অল্প বয়সে বুদ্ধিমান হওয়া। বয়সের চেয়ে বেশি বোঝার আচরণ করা বাস্তবে তেমন বুঝেনা যে।

তবে অকাল পক্ক কথাটি কটাক্ষ বা বকা বা তাচ্ছিল্য বা গুরুত্বহীন বা বেয়াদব অর্থে ব্যবহার হয়।

ধরুণ কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছেন বা কোন কাজের বিষয়ে পরিকল্পণা করছেন। এখানে যদি কেউ একজন অনেক বড় পরিকল্পনা করে যা আদৌ সম্ভব নয় বা বাস্তব সম্মত নয়। কিন্তু সে তার পরিকল্পনা নিয়ে উচ্চ বাচ্য করে। তখন তাকে অপদস্ত বা বকা দিতে বা তার অপরিণতি কর্মকান্ডকে তাচ্ছিল্য করতে অকাল পক্ক শব্দটি ব্যবহার করে। অকালে পেকেছে বা বেশী বুঝেছে হিসাবে তাচ্ছিল্য করা হয়। অকাল পক্কদের পরিকল্পণা সঠিক হয়না। তাদের কাজ কেবল বাহ্যিক দিক থেকে ভালো মনে হয় কিন্তু কোন ভিক্তি থাকেনা।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...