রাহাজানি হচ্ছে অসহায় মানুষদের দুঃসময়ের সুযোগ নিয়ে লুটপাট করা। যদিও শব্দটর সামর্থক শব্দ দস্যুবৃত্তি, ডাকাতি, লুটপাট ইত্যাদি।
তবে রাহাজানি তখনই বলা হয় যখন কেউ বিপদে সাহায্য নিতে আসে তখন সেই সুযোগে নাম মাত্র কিছু সাহায্য করে বিনিময়ে সর্বস্ব নিয়ে নেওয়া।
যেমন বন্যায় বাড়ি ঘর নষ্ট হলে গরীবরা ধনী মহাজনদের কাছ থেকে টাকা ধার নিতে আসে। মহাজনরা সেই সুযোগে যদি ভিটেমাটির দলিল বন্ধকের বিনিময়ে খুব কম টাকা দেয়, ধরুন প্রকৃতি পাওয়ার কথা এক লাখ কিন্তু দিল মাত্র ৫০০০ টাকা। যেহেতু অসহায়দের সব নষ্ট। না চাইলেও বাচতে এটাই নিতে হবে বলে এই কম নিতে বাধ্য হোন। আর মহাজন পরবর্তীতে সেই দলিল ফাকি দিয়া নিজের করে নেয়। এই প্রকার প্রবৃত্তিকে রাহাজানি বলে।