থোড় বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড় দ্বারা বোঝানো হয়,
একই কাজ সবসময় একই নিয়মে চলছে। বাহ্যিক ভাবে কিছু পালটিয়ে নতুনের চেষ্টা করলেও তা মূলত ঐ একই মূল জিনিস হিসাবে থেকে যায়। বিশেষ পরিবর্তন হয়না।
যেমন আপনি মুরগীর গোস খান। এখন চাচ্ছেন নতুন কোন স্বাদের খাবার। কিন্তু মুরগী বাদ না দিয়া শুধু মুরগীর গোসে ঝোল কম বেশি, লবন ঝাল কম বেশি করে রান্না করলেন। এতে অতি সামান্যই পরিবর্তন হলেও মুরগীর স্বাদ যাবেনা। মাছের স্বাদ পাবেন না।
এরুপ একই জিনিস সামান্য পরিবর্তত করে নতুন কিছুর চেষ্টা করতে যেয়ে ঘুরে ফিরে একই কাজ করাকে বোঝানো হয়।