মূখপাত্র বিশেষ্যপদ। এর অর্থ প্রতিনিধি। দলের অগ্রগামী ব্যক্তি, অগ্রগামী সরদার।
তবে মূখপাত্র অর্থ এটা নয় যে তিনি দলের প্রধান ক্ষমতাবান। মূলত কোন এক বিষয়ে প্রতিনিধিত্ব করেন। যেমন কেউ যদি আইন ভালো বোঝেন তবে দলের প্রধান আইনি পরামর্শক হতে পারেন। একেও মূখপাত্র বলে।
আবার কোন একটি অঞ্চল বা এজেন্ডার প্রধান হলেও তাকে মূখপাত্র বলা হয়।