ভালবাসা! ওহ শুনলেই কেমন জানি মায়া লাগে। পেতে ইচ্ছা হয়।
কিন্তু ভালবাসা শব্দটি কোন একটি বিশেষ উদ্দেশ্যে নয় বরং ব্যাপক অর্থে ব্যবহার হয়।
ভালবাসা মানে হচ্ছে মায়া মমতা, আদর স্নেহ, প্রেম ইত্যাদির মাধ্যমে অপর একজনে প্রতি নিজের গভীর আন্তরিকতা প্রকাশ।
এই ভালবাসা দুটি ভিন্ন ক্ষেত্রে প্রায় সম অর্থ বহন করলেও উদ্দেশ্য ভিন্ন থাকে।
সাধারণ অর্থে ভালবাসা মা বাবা, ভাইবোন, এমনকি অন্যন্য মানুষ পশু পাখি ইত্যাদির প্রতি যত্নবান হওয়া। মায়া দেখানো। তাদের কষ্টে নিজের কষ্ট অনুভব বা তাদের সাথে নিজেকে এক করার অভিপ্রায়।
তবে অধিকাংশ ক্ষেত্রে আপনজনের প্রতি ভালবাসার গভীরতা সর্বোচ্চ থাকে।
আবার একই এই ভালবাসার অর্থগুলো একটি অনাত্মীয় ছেলে ও মেয়ের মধ্যে প্রণয় উদ্দেশ্যে ব্যবহার হয়। এখানে ভালবাসাটা হচ্ছে প্রেম। দুটো মানুষ একে অন্যের পরিপূরক হয়ে সারাজীবন একসাথে চলা এবং দুজন দুজনার কাছে থেকে সুখের কারন গুলো নেওয়া দেওয়াকে বোঝায় ভালবাসা।