স্বপ্নে কোন অনুষ্ঠান দেখলে এর ব্যাখ্যা যা হয় তা মূলত দুই প্রকার।
এক, অনুষ্ঠান দেখার মানে হচ্ছে বাড়ি মেহমান আসা। সংসারে সুখ বজায় থাকা। অনুষ্ঠান মূলত আনন্দের প্রতিক তাই এটি সুখের কারন ও তা বজায় রাখা নির্দেশ করে।
কিন্তু আরেকটি ব্যাখ্যায় বলা হয় অনুষ্ঠান দেখা মানে অসতর্ক হয়ে নিজের বিপদ ডেকে আনা।
কারণ অনুষ্ঠান আনন্দ এগুলো মানুষকে অসতর্ক করে সবকিছু ভুলিয়ে দেয়। আধুনিক এই যুগে বিপদ ঘটে বেশি জনবহুল অবস্থা থেকে। তাই অনুষ্ঠানে কোন গন্ডগোল হতে পারে এবং বহু মানুষের ভিড়ে কেই ক্ষতি করলে বোঝার উপায় থাকেনা। তাই স্বপ্নে অনুষ্ঠান দেখার অর্থ হচ্ছে ভোগ বিলাসি না হয়ে পরোপকারী, সতর্ক, সিরিয়াসনেস, বাস্তবাদী হওয়ার ইংগিত দেয়।