বাহ্যিক কোনো বল (যেমন-
চাপ, ঠেলা, ধাক্কা) প্রয়োগ
ছাড়াই একে অপরকে স্পর্শ
করেনি এরূপ দুইটি বস্তু যে
বলের ক্রিয়ার কারণে একে
অপরের দিকে অথবা যে
কোন একটি অপরটির দিকে
অগ্রসর হয় বা হওয়ার প্রবণতা
সৃষ্টি হয় তাকে আকর্ষণ বল
বা সংক্ষেপে আকর্ষণ বলে।
যেমন, একটি লৌহ খণ্ড
চুম্বকের আকর্ষণে চুম্বকের
দিকে অগ্রসর হয়, পৃথিবীর
আকর্ষণে বৃন্তচ্যুত ফল
মাটিতে পড়ে।