যে শক্তি একবার ব্যবহার
করা হলে তা থেকে পুনরায়
শক্তি উৎপন্ন করা যায় না,
তাকে অনবায়নযোগ্য শক্তি
(Non-renewable energy) বলে।
এটি এমন ধরনের জ্বালানি
বা শক্তি যা নবায়ন করা
যায় না বা পুনরায় উৎপন্ন
করা যায় না এবং
ব্যবহারের সঙ্গে সঙ্গে এর
মজুত কমতে থাকে এবং সঞ্চয়
সীমিত হওয়ার দরুন তা
একসময় নিঃশেষ হয়ে যায়।।
প্রকৃতিতে এদের তৈরি
করতে যত সময় লাগে, তার
চেয়ে কম সময়ে ব্যায়িত হয়।
অনবায়নযোগ্য শক্তির মধ্যে
অন্যতম হলো কয়লা, তেল,
প্রাকৃতিক গ্যাস,
ইউরেনিয়াম ইত্যাদি।