যে বিক্রিয়ায় বিক্রিয়ক
পদার্থসমূহ বিক্রিয়া করে
উৎপাদে পরিণত হয়, একই
সাথে উৎপন্ন পদার্থসমূহ
বিক্রিয়া করে বিক্রিয়কে
পরিণত হয় তাকেউভমুখী
বিক্রিয়া (Reversible reaction)
বলে।
অর্থাৎ, যে বিক্রিয়া একই
সাথে সম্মুখ ও পশ্চাৎ উভয়
দিকে ঘটে থাকে উভমুখী
বিক্রিয়া বলে।
উদাহরণঃবদ্ধপাত্রে
হাইড্রোজেন ও
আয়োডিনের গ্যাসীয়
বিক্রিয়াটি একটি উভমুখী
বিক্রিয়া। এরূপ উভমুখী
বিক্রিয়াকে বিক্রিয়ক ও
উৎপাদকের মধ্যে দুটি
বিপরীত অর্ধতীর (⇄) দ্বারা
প্রকাশ করা যায়।