1 Answer

0 votes
by

গাঠনিক সমানুতা?

আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যে সমানু পাওা যায় তাকে গাঠনিক  সমাণুতা বলে।

গাঠনিক সমানুতা পাঁচ প্রকার ।যথাঃ চেইন,অবস্থান , মেটামারিজম, কার্যকরী মুলক , টটমারিজম ।

 

A.   চেইন সমাণুতা

এরা কার্বন চেইনেই সীমাবদ্ধ। ইহা লম্বা চেইনের একটা যৌগও হতে পারে, আবার অনেক শাখা প্রশাখা নিয়েও একটা সমাণু হতে পারে।

B.    অবস্থান সমাণুতা

দ্বি-বন্ধন, ত্রি-বন্ধন বা কার্যকারী মুলকের  অবস্থানের উপর ভিন্নতার কারণে এই সমাণুতা তৈরী হয়।

C.    মেটামারিজম

অবস্থানে আমরা কার্যকরী মূলক কোথায় আছে সেটা খুজতাম, আর এখানে খুজব কার্যকরী মূলকের দুই পাশে কয়টা কার্বন থাকবে সেটা । মানে কার্যকারী মূলকের দুপাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারনে সমানুতা পাওয়া যাবে। এদেরকে মেটামার বলে।

D.   কার্যকরী মূলক সমাণুতা 

এখানে কার্যকরী মূলকগুলো ভিন্ন হবে। অথ্যাৎ কার্যকরী মূলক এর ভিন্নতার কারণে এই ধরণের সমানুতা পাওয়া যাবে।

E.     টটোমারিজম 

'গতিশীল কার্যকরী মূলক সমানুতানামেও পরিচিত। এখানে একটা কার্যকরি মুলক স্বতঃস্ফুর্তভাবে অন্য একটা কার্যকরী মূলকে রুপান্তরিত হতে পারে।

যেমন: প্রোপানোন থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোপিন-2-অল তৈরি হয়, যেখানে একজন আরেকজনের সমাণু।প্রোপানোন একটি কিটোন, প্রোপিন -2-অল হল ইনল (এলকিন+এলকোহল) সমাণু। এদেরকে আমরা keto-enol tautomerism বলতে পারি।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...