এনজিও এর প্রকারভেদঃ এনজিও সাধারণত দুই প্রকার যথাঃ- ১। কার্যক্রমিক বিষয় সেক্টর
২। পরিধি স্তর
১। কার্যক্রমিক বিষয় হচ্ছে কোন ধরনের সেবা প্রদান করবে সেটির বিষয়। এটি আবার ৪ প্রকার যথা-
(ক) অনুদান বা সাহায্যঃ এটি সাধারণত অলাভজনক হয়। প্রান্তিক মানুষদের বিভিন্ন অনুদান দেওয়া হয় যা আর ফেরত নেওয়া হয়না।
(খ) সেবাঃ কম মূল্যে বিভিন্ন সেবা প্রদান করে। যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, ফ্যামিলি প্লান ইত্যাদি।
(গ) অংশগ্রহণ মূলকঃ এটি মূলত উদ্যোক্তা মানুষদের আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করে। নিজেদের কার্যক্রমে অংশ গ্রহনের সুযোগ দেয়।
(ঘ) ক্ষমতায়নঃ প্রান্তিক মানুষদের সমাজে ক্ষমতায়নে সাহায্য করে। বিশেষ করে নারীর ক্ষমতায়নে সাহায্য করে থাকে।
২। পরিধি স্তরঃ এটি মূলত একটি এনজিও সংস্থা কোন লেভেলে কাজ করবে সেই পর্যায়।
এটি ৫ ধরনের
(ক) গণসম্প্রদায় লেভেলঃ যেমন কোন এক অঞ্চলে প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে।
(খ) শহরভিক্তিকঃ যেমন কোন অঞ্চল বা শহরে উৎপাদন কারখানা বা শিল্প সংখ্যা বিভিন্ন প্রজেক্ট উন্নয়ন ইত্যাদি।
(গ) বিভাগীয় পর্যায়ঃ অর্থাৎ বৃহত্তর বিভাগীয় পর্যায়ে এরা জাতীয় পর্যায়ে কাজ করে।
(ঘ) সারাদেশ বা জাতীয় কোন বিষয় নিয়া কাজ করে।
(ঙ) আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।