অ্যানায়নের আকার বৃদ্ধির
সাথে আয়নিক যৌগের
পোলারায়িত হওয়ার
ক্ষমতা বৃদ্ধি পায়।
অ্যানায়নের ব্যাসার্ধ
বৃদ্ধি পেলে সর্ববহিঃস্থ
স্তরের ইলেকট্রনের সাথে
নিউক্লিয়াসের গড় দূরত্ব
বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রনের
উপর অ্যানায়নের
নিউক্লিয়াসের আকর্ষণ
বৃদ্ধি পায়। তখন ক্যাটায়ন
সহজেই অ্যানায়নকে আকৃষ্ট
করে পোলারায়িত করতে
পারে।