নবম আলফন্সো আইবেরিয়ান উপদ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত লিওন রাজ্যের রাজা ছিলেন নবম আলফন্সো। বাবার মৃত্যুর পর ১১৮৮ সালে লিওনের সিংহাসনে বসেন তিনি, ছিলেন ১২৩০ সালে নিজের মৃত্যুর আগপর্যন্ত। দুর্ভাগ্যজনকভাবে, আলফন্সো যখন কোনো বিষয়ে উত্তেজিত হয়ে যেতেন, তখন তার মুখ দিয়ে লালা ঝরতো। এজন্য মজা করে লোকে তার নাম দিয়েছিলো ‘লালা ঝরা রাজা’।