in ইতিহাস ও নিদর্শন by
চতুর্থ হেনরি সম্পর্কে কিছু লিখ?

2 Answers

0 votes
by
 
Best answer
বাবা-মায়ের শখ করে দেয়া ডাকনামের পাশাপাশি বন্ধুমহলে আমাদের অনেকেরই একটি-দুটি করে ডাকনাম প্রচলিত আছে। বাবা-মা আমাদের ডাকনামটি রেখেছিলেন আদর করে। অন্যদিকে বন্ধুরা আমাদের এ নামগুলো দিয়ে থাকে স্রেফ মজা করার জন্যই। তবে এখানে লক্ষ্যণীয় ব্যাপার হলো- আমাদের কথাবার্তা, কাজকর্ম, নিজেদের দৈহিক আকৃতি ইত্যাদি নানা বিষয়ের মাঝে থেকে কোনো একটিকে বেছে নিয়ে বন্ধুরা এসব নাম দিয়ে থাকে। বিচিত্র এমন সব ডাকনাম এককালের রাজা-রাণীদেরও ছিলো। তাদের বিচিত্র সেসব নামের পাশাপাশি সেসব নামের পেছনের মজার ইতিহাস নিয়েই সাজানো হয়েছে আজকের লেখাটি। চতুর্থ হেনরি মধ্যযুগে আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত ক্রাউন অফ ক্যাস্টিল অঙ্গরাজ্যের রাজা ছিলেন চতুর্থ হেনরি। ১৪৫৪ থেকে ১৪৭৪ পর্যন্ত প্রায় ২০ বছর শাসকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে হেনরিকে লোকে ‘নপুংসক’ ডাকনামে চিনতো। চতুর্থ হেনরি ১৪৪০ সালে ১৫ বছর বয়সে নাভারের দ্বিতীয় ব্লাঞ্চেকে বিয়ে করেন রাজা। কিন্তু বিয়ের ১৩ বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায় যে, ১৩ বছর পরেও রাণী কুমারী ছিলেন। ১৪৫৫ সালে পর্তুগাল ও আল্গ্রেভসের রাজা পঞ্চম আলফন্সোর বোন জোয়ানকে বিয়ে করেন তিনি। ৬ বছর পরে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নামও রাখা হয় জোয়ান। কিন্তু রাজার বিরোধীপক্ষ সবসময়ই বলে এসেছে যে, জোয়ান আসলে রাজার প্রকৃত মেয়ে না। বরং আলবার্কার্কির ১ম ডিউক বেল্ত্রান দ্য লা কুয়েভার সাথে রানীর অবৈধ সম্পর্কের ফলেই জন্ম হয়েছিলো জোয়ানের। পরবর্তীতে বিশপ ফন্সেকার ভাগ্নের সাথে সম্পর্কের ফলে রানীর আরো দুই সন্তানের জন্ম হলে বিরোধীদের দাবি আরো জোরদার হয়। একইসাথে রাজাকে নপুংসক নামে ডাকতে থাকারাও যেন গলায় আরো জোর খুঁজে পান।
0 votes
by
বাবা-মায়ের শখ করে দেয়া ডাকনামের পাশাপাশি বন্ধুমহলে আমাদের অনেকেরই একটি-দুটি করে ডাকনাম প্রচলিত আছে। বাবা-মা আমাদের ডাকনামটি রেখেছিলেন আদর করে। অন্যদিকে বন্ধুরা আমাদের এ নামগুলো দিয়ে থাকে স্রেফ মজা করার জন্যই। তবে এখানে লক্ষ্যণীয় ব্যাপার হলো- আমাদের কথাবার্তা, কাজকর্ম, নিজেদের দৈহিক আকৃতি ইত্যাদি নানা বিষয়ের মাঝে থেকে কোনো একটিকে বেছে নিয়ে বন্ধুরা এসব নাম দিয়ে থাকে। বিচিত্র এমন সব ডাকনাম এককালের রাজা-রাণীদেরও ছিলো। তাদের বিচিত্র সেসব নামের পাশাপাশি সেসব নামের পেছনের মজার ইতিহাস নিয়েই সাজানো হয়েছে আজকের লেখাটি। চতুর্থ হেনরি মধ্যযুগে আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত ক্রাউন অফ ক্যাস্টিল অঙ্গরাজ্যের রাজা ছিলেন চতুর্থ হেনরি। ১৪৫৪ থেকে ১৪৭৪ পর্যন্ত প্রায় ২০ বছর শাসকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে হেনরিকে লোকে ‘নপুংসক’ ডাকনামে চিনতো। চতুর্থ হেনরি ১৪৪০ সালে ১৫ বছর বয়সে নাভারের দ্বিতীয় ব্লাঞ্চেকে বিয়ে করেন রাজা। কিন্তু বিয়ের ১৩ বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায় যে, ১৩ বছর পরেও রাণী কুমারী ছিলেন। ১৪৫৫ সালে পর্তুগাল ও আল্গ্রেভসের রাজা পঞ্চম আলফন্সোর বোন জোয়ানকে বিয়ে করেন তিনি। ৬ বছর পরে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নামও রাখা হয় জোয়ান। কিন্তু রাজার বিরোধীপক্ষ সবসময়ই বলে এসেছে যে, জোয়ান আসলে রাজার প্রকৃত মেয়ে না। বরং আলবার্কার্কির ১ম ডিউক বেল্ত্রান দ্য লা কুয়েভার সাথে রানীর অবৈধ সম্পর্কের ফলেই জন্ম হয়েছিলো জোয়ানের। পরবর্তীতে বিশপ ফন্সেকার ভাগ্নের সাথে সম্পর্কের ফলে রানীর আরো দুই সন্তানের জন্ম হলে বিরোধীদের দাবি আরো জোরদার হয়। একইসাথে রাজাকে নপুংসক নামে ডাকতে থাকারাও যেন গলায় আরো জোর খুঁজে পায়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...