in জাতীয় by
সরকার বার বার মোবাইল imei নিবন্ধন করতে বলে। না হলে ফোন বন্ধ হয়ে যাবে।

সত্যি কি মোবাইল বন্ধ হয়ে যাবে

2 Answers

0 votes
by
আসলে সরকার বেশ কয়েকবার বলেছে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে।

বন্ধে মাস দিনও পড়ে। কিন্ত আজও বন্ধ হয়নি।

শোনা যায় প্রযুক্তি সীমাবদ্ধতার জন্য বাস্তবায়ন সম্ভব হয়নি। 

আবারও সরকার বলছে। কিন্তু কতটা কি হবে কোন ভরসা নাই। শুধু এইটা বলা যায় যে বিভিন্ন ইস্যুতে সামনে আসে, আবার ইস্যু শেষে ঢাকা পড়ে। কিন্তু এবার সত্যি বন্ধ হবে মনে হচ্ছে।

কিন্তু আসলে তার প্রভাব থাকবেনা। খাতা কলমে বন্ধ দেখানো হবে কিন্তু চুরি হলে ফেরত পাওয়া যাবে বলে মনে হয়না। সার্ভিস থেকে উপকৃত হবার সম্ভাবনা কম।

এসব সার্ভিসে কেবল ভাল মানুষ গুলোই বিপদে পড়ে। যাদের জন্য আইন তাদের ছায়ারও কিছু হয়না
0 votes
by
আসলে সরকার বেশ কয়েকবার বলেছে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে। বন্ধে মাস দিনও পড়ে। কিন্ত আজও বন্ধ হয়নি। শোনা যায় প্রযুক্তি সীমাবদ্ধতার জন্য বাস্তবায়ন সম্ভব হয়নি। আবারও সরকার বলছে। কিন্তু কতটা কি হবে কোন ভরসা নাই। শুধু এইটা বলা যায় যে বিভিন্ন ইস্যুতে সামনে আসে, আবার ইস্যু শেষে ঢাকা পড়ে। কিন্তু এবার সত্যি বন্ধ হবে মনে হচ্ছে। কিন্তু আসলে তার প্রভাব থাকবেনা। খাতা কলমে বন্ধ দেখানো হবে কিন্তু চুরি হলে ফেরত পাওয়া যাবে বলে মনে হয়না। সার্ভিস থেকে উপকৃত হবার সম্ভাবনা কম। এসব সার্ভিসে কেবল ভাল মানুষ গুলোই বিপদে পড়ে। যাদের

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...