আসলে সরকার বেশ কয়েকবার বলেছে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে।
বন্ধে মাস দিনও পড়ে। কিন্ত আজও বন্ধ হয়নি।
শোনা যায় প্রযুক্তি সীমাবদ্ধতার জন্য বাস্তবায়ন সম্ভব হয়নি।
আবারও সরকার বলছে। কিন্তু কতটা কি হবে কোন ভরসা নাই। শুধু এইটা বলা যায় যে বিভিন্ন ইস্যুতে সামনে আসে, আবার ইস্যু শেষে ঢাকা পড়ে। কিন্তু এবার সত্যি বন্ধ হবে মনে হচ্ছে।
কিন্তু আসলে তার প্রভাব থাকবেনা। খাতা কলমে বন্ধ দেখানো হবে কিন্তু চুরি হলে ফেরত পাওয়া যাবে বলে মনে হয়না। সার্ভিস থেকে উপকৃত হবার সম্ভাবনা কম।
এসব সার্ভিসে কেবল ভাল মানুষ গুলোই বিপদে পড়ে। যাদের জন্য আইন তাদের ছায়ারও কিছু হয়না