in জীব বিজ্ঞান by
শীতকালে কি ধরনের কাপড় পরা আরামদায়ক?

কেন তা ব্যাখা কর ?

1 Answer

+1 vote
by
শীতকালে পশমী বা রেশমী কাপড়ের পোষাক আরামদায়ক।

কারণ রেশন বা পশম তাপ কুপরিবাহী। তাই দেহের তাপ এই পোশাকের মধ্য দিয়ে বাইরে যেতে পারেনা, আবার বাইরের ঠাণ্ডা ভেতরে প্রবেশ করতে পারেনা।

আবার রেশম বা পশমের পোশাকে প্রচুর আশ থাকে। প্রতিটি আশের ভেতর বাতাস থাকে। বাতাস নিজেই তাপ কুপরিবাহী। ফলে রেশমের পোশাকে বাতাসের একটি স্তর সৃষ্টি করার ক্ষমতা বেশি হওয়ায় পোশাকসহ বাতাসের স্তর ভেদ করে বাইরের ঠান্ডা ভেতরে আসতে পারেনা আবার দেহের উষ্ণতাও বাইরে যেতে পারেনা বলে দেহ গরম থাকে।

তাই শীতকালে রেশমের পোশাক আরামদায়ক হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...