উত্তর: ওয়াশিং মেশিনে ধোয়া নাপাক কাপড় পবিত্র করতে হলে কমপক্ষে ৩/৪ বার নতুন পানি দিয়ে মেশিন চালু করে প্রতিবার পনি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। (সূত্র: রদ্দুল মুহতার, আপকে মাসায়েল)