1 Answer

0 votes
by
সুষম খাদ্যে নিম্নলিখিত
খাদ্য উপাদান থাকা উচিত:
কার্বোহাইড্রেট, প্রোটিন
ও ফ্যাটের পরিমাণ গড়ে ৪ :
১ : ১ অনুপাতে থাকা উচিত।
দেহ গঠনের উপযোগী খাদ্য
আমিষ বা প্রোটিন যেমন:
মাছ, মাংস, ডিম, ডাল, শিম
প্রভৃতি।
শক্তি ও তাপ সরবরাহকারী
খাদ্য শর্করা ও স্নেহ পদার্থ,
যেমন: চাল, গম, আলু, চিনি
ইত্যাদি।
প্রতিরক্ষামূলক খাদ্য বা
ভিটামিন ও খনিজ লবণ৷
যেমন: শাক সবজি, দুধ, ফল
ইত্যাদি।
অবশ্যই বিশুদ্ধ পানি থাকতে
হবে।
ভিটামিন
ভিটামিন বলতে খাদ্যের ঐ
সব জৈব রাসায়নিক
পদার্থকে বোঝায় যা
খাদ্যে সামন্য পরিমাণে
উপস্থিত থাকে। এটি
প্রত্যক্ষভাবে দেহ গঠনে
অংশগ্রহণ না করলেও এদের
অভাবে দেহের ক্ষয়পূরণ
বৃদ্ধিসাধন ও তাপ শক্তি
উৎপাদন ইত্যাদি বিভিন্ন
ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে
পারেনা। ১৯১২ সালে
বিজ্ঞানী ক্যাশিমির
ফ্রাঙ্ক ভিটামিন
আবিষ্কার করেন।
যেসব জৈব খাদ্য উপাদান
সাধারণ খাদ্যে অতি অল্প
পরিমাণে থেকে দেহের
স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে
সাহায্য করে এবং রোগ
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করে তাকে ভিটামিন বা
খাদ্যপ্রাণ বলে।
ভিটামিনের অভাবে নানা
রকম সমস্যার আবির্ভাব হয়।
যেমন- ভিটামিন এ এর
অভাবে রাতকানা রোগ হয়,
ভিটামিন সি এর অভাবে
স্কার্ভি হয় ইত্যাদি।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...