শীতকালে পশমী বা রেশমী কাপড়ের পোষাক আরামদায়ক।
কারণ রেশন বা পশম তাপ কুপরিবাহী। তাই দেহের তাপ এই পোশাকের মধ্য দিয়ে বাইরে যেতে পারেনা, আবার বাইরের ঠাণ্ডা ভেতরে প্রবেশ করতে পারেনা।
আবার রেশম বা পশমের পোশাকে প্রচুর আশ থাকে। প্রতিটি আশের ভেতর বাতাস থাকে। বাতাস নিজেই তাপ কুপরিবাহী। ফলে রেশমের পোশাকে বাতাসের একটি স্তর সৃষ্টি করার ক্ষমতা বেশি হওয়ায় পোশাকসহ বাতাসের স্তর ভেদ করে বাইরের ঠান্ডা ভেতরে আসতে পারেনা আবার দেহের উষ্ণতাও বাইরে যেতে পারেনা বলে দেহ গরম থাকে।
তাই শীতকালে রেশমের পোশাক আরামদায়ক হয়।