in যৌনশিক্ষা by
গর্ভ অবস্থায় সঙ্গম

2 Answers

0 votes
by
গর্ভ অবস্থায় সঙ্গম গর্ভ অবস্থায় সহবাস না করে ঠিক থাকতে পারলে, না করাই ভাল। কারণ গর্ভ সঞ্চারের পর চল্লিশ দিনের মধ্যে সহবাস করলে সহজেই গর্ভ থলির বন্ধ মুখ খুলে গিয়ে সে গর্ভ নষ্ট হয়ে পড়বার আশঙ্কা দেখা দেয়। চার মাস পর করলে গর্ভের সন্তান মারা যাবার ভয় থাকে। পাচ মাস পরে করলে গর্ভের সন্তান ও গর্ভবতী দু’জনেই মারা যেতে পারে। এর কারণ, গর্ভ সঞ্চার হলে পর স্ত্রীলােকের স্তনের উপর ও নীচে মাসিকের রক্ত যেয়ে এমনি টাটকাভাবে জমা হয়ে থাকে যে, সেখানে একটু জোরে চাপ লাগলেই কিংবা অন্য কোন মতে আঘাত লাগলেই গর্ভিনী মারা যাওয়ার উপক্রম হয়। অতএব, সাবধান! খুব সাবধান হওয়া উচিত।
0 votes
by
গর্ভ অবস্থায় সঙ্গম গর্ভ অবস্থায় সহবাস না করে ঠিক থাকতে পারলে, না করাই ভাল। কারণ গর্ভ সঞ্চারের পর চল্লিশ দিনের মধ্যে সহবাস করলে সহজেই গর্ভ থলির বন্ধ মুখ খুলে গিয়ে সে গর্ভ নষ্ট হয়ে পড়বার আশঙ্কা দেখা দেয়। চার মাস পর করলে গর্ভের সন্তান মারা যাবার ভয় থাকে। পাচ মাস পরে করলে গর্ভের সন্তান ও গর্ভবতী দু’জনেই মারা যেতে পারে। এর কারণ, গর্ভ সঞ্চার হলে পর স্ত্রীলােকের স্তনের উপর ও নীচে মাসিকের রক্ত যেয়ে এমনি টাটকাভাবে জমা হয়ে থাকে যে, সেখানে একটু জোরে চাপ লাগলেই কিংবা অন্য কোন মতে আঘাত লাগলেই গর্ভিনী মারা যাওয়ার উপক্রম হয়। অতএব, সাবধান! খুব সাবধান হওয়া উচিত হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...