in যৌনশিক্ষা by
সঙ্গমের উপকারিতা

2 Answers

0 votes
by
সঙ্গমের উপকারিতা মানুষ বয়ঃপ্রাপ্ত হলে অর্থাৎ পুরুষের প্রথম স্বপ্নদোষ এবং প্রালােকের প্রথম মাসিক (ঋতু) হওয়ার পর থেকে যদি অনেক দিন পর্যন্ত মনি (ধাতু) আটকা থাকে-উপযুক্ত সময়ে বিয়ে শাদী না হওয়ায় যদি সহবাস না করা হয় তবে পুরুষের স্বপ্নদোষের রােগ হয়, পেটে অসুখ হয়, ধাতু ক্ষীণ হয়ে ধ্বজভঙ্গ রােগ জন্মে। আর স্ত্রীলােকেরও তেমনি স্বপ্নদোষ হয়- আটকা ধাতু নষ্ট হয়ে শরীর ক্ষীণ হয়ে যায়। পরে ধীরে-ধীরে শরীর ফ্যাকাশে, রক্তহীন হয়ে পড়ে। স্তন শুকিয়ে যায়, মাথা গরম, বায়ু চড়া হয়, হাত-পা জ্বালা-পােড়া করে, বা অজীর্ণ জ্বর হয়, খেতে কিছু ভাল লাগে না। কারাে পেট মােটা হয়, পাণ্ডু রােগ জন্যে। মাথা ধরা, মাথা ঘুরানি, শিরােসান্নিক, আরও কত কি প্রকার রােগ জন্মে। মেয়েরা প্রথম বয়ঃপ্রাপ্তা হলাে, না যেন ফুল ফুটলাে; কিন্তু পানির অভাবে অসময়ে সে ফোটা ফুল শুকিয়ে গেল। উপযুক্ত বয়সে বিয়ে হলে, নিয়মিত সহবাস করলে শরীর খুব ভাল থাকে, বল বাড়ে, রূপবাড়ে দেহ হৃষ্টপুষ্ট ও নীরােগ হয়, সহজে কোন রােগে ধরে না, শরীর নষ্ট হয় না, অসমেয় বুড়াে হয়ে যায় না; কুচিন্তায় দিন কাটে না, কুকাজের দিকে মন যায় না, স্বভাব ভাল হয়, বেহায়ামী দূর হয়, গাম্ভীর্য ও মনের বল বাড়ে। উপযুক্ত সময়ে স্বামী-স্ত্রীর মিলন না হলে অনেক যুবক-যুবতীই লাজ ভয় ত্যাগ করে পাপ কাজে লিপ্ত হয়। মানুষ আধ হাত পেটের জ্বালায়, আর এক ফোটা পানির ঠেলায়, না বুঝে ধৈৰ্য্য হারা হয়ে অমূল্য জীবন মাটি করে ইহকাল ও পরকাল ধ্বংস করে নরক বাস হয় অবধারিত। সৃষ্টির মাঝে পুরুষ আধা আর স্ত্রীলােক আধা। বিয়ে না হলে এই দুই আধা এক সাথে জোড়া না লাগলে পুরাে মানুষ হওয়া যায় না। মিলন না হলে মানুষের জীবনটা নেহাত অসম্পূর্ণ থেকে যায়।
0 votes
by
সঙ্গমের উপকারিতা মানুষ বয়ঃপ্রাপ্ত হলে অর্থাৎ পুরুষের প্রথম স্বপ্নদোষ এবং প্রালােকের প্রথম মাসিক (ঋতু) হওয়ার পর থেকে যদি অনেক দিন পর্যন্ত মনি (ধাতু) আটকা থাকে-উপযুক্ত সময়ে বিয়ে শাদী না হওয়ায় যদি সহবাস না করা হয় তবে পুরুষের স্বপ্নদোষের রােগ হয়, পেটে অসুখ হয়, ধাতু ক্ষীণ হয়ে ধ্বজভঙ্গ রােগ জন্মে। আর স্ত্রীলােকেরও তেমনি স্বপ্নদোষ হয়- আটকা ধাতু নষ্ট হয়ে শরীর ক্ষীণ হয়ে যায়। পরে ধীরে-ধীরে শরীর ফ্যাকাশে, রক্তহীন হয়ে পড়ে। স্তন শুকিয়ে যায়, মাথা গরম, বায়ু চড়া হয়, হাত-পা জ্বালা-পােড়া করে, বা অজীর্ণ জ্বর হয়, খেতে কিছু ভাল লাগে না। কারাে পেট মােটা হয়, পাণ্ডু রােগ জন্যে। মাথা ধরা, মাথা ঘুরানি, শিরােসান্নিক, আরও কত কি প্রকার রােগ জন্মে। মেয়েরা প্রথম বয়ঃপ্রাপ্তা হলাে, না যেন ফুল ফুটলাে; কিন্তু পানির অভাবে অসময়ে সে ফোটা ফুল শুকিয়ে গেল। উপযুক্ত বয়সে বিয়ে হলে, নিয়মিত সহবাস করলে শরীর খুব ভাল থাকে, বল বাড়ে, রূপবাড়ে দেহ হৃষ্টপুষ্ট ও নীরােগ হয়, সহজে কোন রােগে ধরে না, শরীর নষ্ট হয় না, অসমেয় বুড়াে হয়ে যায় না; কুচিন্তায় দিন কাটে না, কুকাজের দিকে মন যায় না, স্বভাব ভাল হয়, বেহায়ামী দূর হয়, গাম্ভীর্য ও মনের বল বাড়ে। উপযুক্ত সময়ে স্বামী-স্ত্রীর মিলন না হলে অনেক যুবক-যুবতীই লাজ ভয় ত্যাগ করে পাপ কাজে লিপ্ত হয়। মানুষ আধ হাত পেটের জ্বালায়, আর এক ফোটা পানির ঠেলায়, না বুঝে ধৈৰ্য্য হারা হয়ে অমূল্য জীবন মাটি করে ইহকাল ও পরকাল ধ্বংস করে নরক বাস হয় অবধারিত। সৃষ্টির মাঝে পুরুষ আধা আর স্ত্রীলােক আধা। বিয়ে না হলে এই দুই আধা এক সাথে জোড়া না লাগলে পুরাে মানুষ হওয়া যায় না। মিলন না হলে মানুষের জীবনটা নেহাত অসম্পূর্ণ থেকে যায় এটি।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...