১।ইপসাম লবণ-MgSO4.7H2O ২।প্রডিউসার গ্যাস-CO+N2 ৩।অলিয়াম এর সংকেত-H2S2O7 ৪।চাইনিজ হোয়াইট-ZnO ৫।সালফার সেসকুই অক্সাইড-S2O3 ৬।অয়েল অব ভিট্রিয়ল-H2SO4 ৭।মার্কের পারহাইড্রল-30% H2O2 এর দ্রবণ ৮।রাজঅম্ল-"1" মোল "গাড়" HNO3+"3" মোল "গাড়" HCl এর মিশ্রণ ৯।কঠিন আলুমিনিয়াম ক্লোরাইডের সঠিক আণবিক সংকেত-Al2Cl6 ১০।জুয়েলারস বর্জ্য এর সংকেত-Fe2O3 ***চাইনিজ হোয়াইট চর্মরোগ এর মলম তৈরি এবং দাতের চিকিৎসায় ব্যবহৃত হয়। **ভিট্রিয়ল মানে হল কাঁচ।সবুজ ভিট্রিয়ল(Fe2SO4.7H2O) এবং ফিটকিরি থেকে তৈরি বলে এবং দেখতে তৈলের মত বলে H2SO4 কে অয়েল অব ভিট্রিয়ল বলে। *রাজঅম্লের অপর নাম-অ্যাকুয়া রোজিয়া।এটি Au,Pt ইত্যাদি নিষ্ক্রিয় ও অভিজাত ধাতুকে দ্রবীভূত করে।এর দ্বারা অভিজাত ধাতুগূলোর বিশুদ্ধতা নিরূপণ করা হয়