আয়োডিন একটি মৌলিক পদার্থ। এটি অধাতু। আয়োডিনের প্রতিক হচ্ছে I (আই)। আয়োডিন দুটি পরমাণু একসাথে অনু গঠন করে থাকে। তাই আয়োডিনের রাসায়নিক সংকেত হচ্ছে I2 আয়োডিন খুবই সক্রিয় মৌল। আয়োডিনকে মুক্ত অবস্থায় পাওয়া যায়না। আয়োডিন সমুদ্রের পানিতে আয়োডাইড যৌগ হিসাবে পাওয়া যায়।