যেসব পদার্থকে তাপ দিলে তরলে পরিনত না হয়ে সরাসরি গ্যাসে পরিনত হয় তাদেরকে উর্ধপাতিত পদার্থ বলে । এর উদাহরন গুলো খুবই গুরুত্বপূর্ন। এর উদাহরন মনে রাখার টেকনিক :: "বাংলার কোথাও আমাদের নিতু নেই।" বাংলার - # বেনজয়িক_এসিড কোথাও - # কর্পূর আমাদের - # আয়োডিন নিতু - # নিশাদল নেই - # ন্যাপথালিন ইত্যাদি।