in যৌনশিক্ষা by
এমএম কিট খেলে কি হয়?

2 Answers

+1 vote
by
mm kit হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ রোধ করার জন্য ট্যাবলেট বা এক প্রকার পিল।

এটি ইমার্জেন্সি পিল নামেও পরিচিত।

কোন কারনে বা ভূল করে অনিরাপদ সহবাস হয়ে গেলে ৬৩ ঘন্টার মধ্যে এমএমকিট খেলে গর্ভধারণ রোধ করা যায়।
এটি এটি নিষেককে নষ্ট করে দিয়ে মাসিক ঘটিয়ে দেয় ফলে গর্ভধারণের সম্ভাবনা থাকেনা। কিন্তু মনে রাখতে হবে ৬৩ ঘন্টার আগে খেতে হবে। ৬৩ ঘন্টার কাছাকাছি বা পরে খেলে আর কোন কাজ হয়না। বরং এতে শরীরের ক্ষতি হয়।
0 votes
by
mm kit হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ রোধ করার জন্য ট্যাবলেট বা এক প্রকার পিল। এটি ইমার্জেন্সি পিল নামেও পরিচিত। কোন কারনে বা ভূল করে অনিরাপদ সহবাস হয়ে গেলে ৬৩ ঘন্টার মধ্যে এমএমকিট খেলে গর্ভধারণ রোধ করা যায়। এটি এটি নিষেককে নষ্ট করে দিয়ে মাসিক ঘটিয়ে দেয় ফলে গর্ভধারণের সম্ভাবনা থাকেনা। কিন্তু মনে রাখতে হবে ৬৩ ঘন্টার আগে খেতে হবে। ৬৩ ঘন্টার কাছাকাছি বা পরে খেলে আর কোন কাজ হয়না। বরং এতে শরীরের ক্ষতি হয়ে থাকে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...