যদি কোন কারণে অনিরাপদ সহবাস হয়ে যায়, কিন্তু আপনি এখনি সন্তান নিতে চাননা। তাহলে ৬০ ঘন্টার মধ্যে mm kit গ্রহণ করলে এটি ফার্টিলিটি নষ্ট করে দিয়ে প্রিয়ড ঘটায়। ফলে পুনরায় মাসিক চালু হয়ে যায়। এতে বাচ্চা আসার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এমএম কিট সহবাসের ৬০ ঘন্টার মধ্যেই খেতে হবে তাহলে কার্যকর হয়। এর বেশি দেরি করলে কাজ হয়না, বরং শরীরে ক্ষতি হয়।
আপনার সতর্ক থাকতে হবে, হিসাব রাখতে হবে আপনি সেফ পিরিয়ডের সময় সহবাস করেছেন কিনা। সেফ পিরিয়ডের সময় হলে এমএম কিট খাবার দরকার হয়না। বরং এ সময় খেলে ক্ষতির সম্ভাবনা থাকে।
সেফ পিরিয়ড হচ্ছে মোটামুটি আপনার যেদিন মাসিক শুরু হয় তার দুদিন আগে থেকে মাসিকের পর ৮-১০ দিনের মত। বায়োলজির সুক্ষ্ম হিসাবে আরও কিছুদিন বাড়বে কিন্তু তা আমাদের সাধারণ গণনায় রিস্ক।আবার সবার ক্ষেত্রে এবং প্রতিবার একই টাইমে প্রিয়ড নাও হতে পারে। তাই দুই এক দিন কম ধরে হিসাব করলে রিস্ক থাকেনা।