যৌনিতে চুলকানি বা ঠোকর মারা বিভিন্ন কারণে হতে পারে। এটি ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যালার্জি, শুষ্কতা বা ত্বকের সমস্যার কারণে হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের জন্যও কিছু সময়ে এমন সমস্যা দেখা যায়। যদি এটি বারবার ঘটে বা অন্য কোনো উপসর্গ (যেমন লাল হওয়া, ফোলা, পুঁজ বের হওয়া) থাকে, তাহলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই ভালো।