বাহ্যিক বল প্রয়োগ না হলে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে জড়তা বলে।
জড়তা দুই প্রকার যথাঃ
১। স্থির জড়তাঃ বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই। নিজে কখনো সরেনা। এমনকি সামান্য বল প্রয়োগ করলে বস্তুটি বলকে বাধা দিতে চেষ্টা করে।
২। গতির জড়তাঃ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সারাজীবন একই গতি বজায় রেখে একই দিকে গতিশীল থাকতে চায় একে গতির জড়তা বলে। যেমন পৃথিবীর গতি, উপগ্রহ বা চাঁদ বা সূর্যের গতি ইত্যাদি