1 Answer

0 votes
by
বাহ্যিক বল প্রয়োগ না হলে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে জড়তা বলে।

জড়তা দুই প্রকার যথাঃ

১। স্থির জড়তাঃ বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই। নিজে কখনো সরেনা। এমনকি সামান্য বল প্রয়োগ করলে বস্তুটি বলকে বাধা দিতে চেষ্টা করে।

২। গতির জড়তাঃ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সারাজীবন একই গতি বজায় রেখে একই দিকে গতিশীল থাকতে চায় একে গতির জড়তা বলে। যেমন পৃথিবীর গতি, উপগ্রহ বা চাঁদ বা সূর্যের গতি ইত্যাদি

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...