in বিজ্ঞান বিভাগ by
সুষম খাদ্য কাকে বলে?

ভিটামিন কাকে বলে?

1 Answer

0 votes
by
যে সকল খাদ্যে সবকয়টি
খাদ্য উপাদান (শর্করা,
আমিষ, স্নেহ, ভিটামিন,
খনিজ লবণ ও পানি) সঠিক
অনুপাতে থাকে তাকে সুষম
খাদ্য বলে। সুষম খাদ্য
নির্বাচন এবং নিয়মিত
আহার উন্নত জীবনের একটি
পূর্বশর্ত। সুষম খাদ্য একজন
মানুষের বিপাকের জন্য
প্রয়োজনীয় শক্তির উৎস
হিসেবে কাজ করে।
ভিটামিন বা খাদ্যপ্রাণ :
যে জৈব খাদ্য উপাদান
সাধারণ খাদ্যে অতি অল্প
পরিমাণে থেকে দেহের
স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে
সহায়তা করে এবং রোগ
প্রতিরোধ শক্তি বৃদ্ধি
করে,তাকে ভিটামিন বলে।
দেহে ভিটামিন বা
খাদ্যপ্রাণের অভাবে
বিভিন্ন রোগ বা সমস্যার
প্রাদুর্ভাব হয়। যেমন
ভিটামিন A'র অভাবে
চোখের দৃষ্টিশক্তি
ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...