স্টেইনলেস স্টিল মূলত সংকর ধাতু। তিনটি ধাতুর মিশ্রণ করে তৈরি হয় স্টেইনলেস স্টিল।
স্টেইনলেস স্টিলে লোহা ৭৪%, ক্রোমিয়াম ১৮% ও নিকেল ৮% দিয়ে সংকর বা মিশ্রন করা হয়।
স্টেইনলেস স্টিল মরিচারোধী। দাগ বা স্ক্রাচ রোধী। মূলত এতে দাগ বা স্ক্রাচ পড়েনা বলেই স্টেইনলেস বলা হয়ে থাকে।
স্টেইনলেস স্টিল থালা বাসন, গামলা, কড়াই ইত্যাদি তৈরিতে বেশি ব্যবহার হয়। রেলিং জানালা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার দেখা গেলেও তা প্রকৃত স্টেইনলেস স্টিল নয়। তা মূলত নিকেলের গ্যালভানাইজিং করা।