কোনো স্যাটেলাইট যদি পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানের ঠিক ওপরে থেকে সেই অঞ্চল পর্যবেক্ষণ করে তবে এ ধরনের স্যাটেলাইটকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলা হয়।
জিওস্টেশনারি স্যাটেলাইটের কক্ষপথে চলা বা ঘোরার গতি পৃথিবীর গতির সাথে এমন ভাবে সামঞ্জস্যপূর্ণ করা থাকে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখলে স্যাটেলাইটকে একজায়গায় স্থির মনে হবে। এর ফলে পৃথিবীর স্টেশনের সাথে স্যাটেলাইটের সরলরেখার মত সোজাসুজি যোগাযোগ সম্ভব হয়। এজন্যই নাম দেওয়া হয়েছে জিওস্টেশনারি।