in মহাকাশ ও ভূগোল by
কার্মান লাইন রেখা কাকে বলে?

কার্মান লাইন কোথায় অবস্থিত?

2 Answers

+1 vote
by
কার্মান লাইনঃ আমাদের পৃথিবীর চারপাশে বায়ু মন্ডল। ও ফাকা জায়গা। উপরে উঠতে থাকলে বায়ুমন্ডল হালকা হতে হতে ১০০ কিলোমিটার এর পর আর থাকেনা। এর পর শুন্যস্থান আর শুন্যস্থান। এই শুন্য স্থানের যেন আর শেষ নাই। একে মহাশুন্য বলে।

কাজেই পৃথিবীর কত উচ্চতা থেকে মহাশুন্য ধরা হবে তা কারও অনুমান বা ইচ্ছার উপর নির্ভর না করে আন্তর্জাতিক ভাবে একটি সীমানা নির্ধারণ করা হয়েছে। যেটি বায়ুমন্ডল বা পৃথিবীর শেষ সীমা। এই সীমার পর মহাকাশ বা মহাশুন্য শুরু। এই সীমারেখাকে কার্মান লাইন বলে। কার্মান লাইন ভূ পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে অবস্থিত। অর্থাৎ ১০০ কিলোমিটার এর শেষ প্রান্ত কার্মান লাইন নামে পরিচিত। এর উপরে মহাকাশ বা মহাশুন্য বলা হয়।
0 votes
by
আমাদের পৃথিবীর চারপাশে বায়ু মন্ডল। ও ফাকা জায়গা। উপরে উঠতে থাকলে বায়ুমন্ডল হালকা হতে হতে ১০০ কিলোমিটার এর পর আর থাকেনা। এর পর শুন্যস্থান আর শুন্যস্থান। এই শুন্য স্থানের যেন আর শেষ নাই। একে মহাশুন্য বলে। কাজেই পৃথিবীর কত উচ্চতা থেকে মহাশুন্য ধরা হবে তা কারও অনুমান বা ইচ্ছার উপর নির্ভর না করে আন্তর্জাতিক ভাবে একটি সীমানা নির্ধারণ করা হয়েছে। যেটি বায়ুমন্ডল বা পৃথিবীর শেষ সীমা। এই সীমার পর মহাকাশ বা মহাশুন্য শুরু। এই সীমারেখাকে কার্মান লাইন বলে। কার্মান লাইন ভূ পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে অবস্থিত। অর্থাৎ ১০০ কিলোমিটার এর শেষ প্রান্ত কার্মান লাইন নামে পরিচিত। এর উপরে মহাকাশ বা মহাশুন্য বলা হয়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...