কার্মান লাইনঃ আমাদের পৃথিবীর চারপাশে বায়ু মন্ডল। ও ফাকা জায়গা। উপরে উঠতে থাকলে বায়ুমন্ডল হালকা হতে হতে ১০০ কিলোমিটার এর পর আর থাকেনা। এর পর শুন্যস্থান আর শুন্যস্থান। এই শুন্য স্থানের যেন আর শেষ নাই। একে মহাশুন্য বলে।
কাজেই পৃথিবীর কত উচ্চতা থেকে মহাশুন্য ধরা হবে তা কারও অনুমান বা ইচ্ছার উপর নির্ভর না করে আন্তর্জাতিক ভাবে একটি সীমানা নির্ধারণ করা হয়েছে। যেটি বায়ুমন্ডল বা পৃথিবীর শেষ সীমা। এই সীমার পর মহাকাশ বা মহাশুন্য শুরু। এই সীমারেখাকে কার্মান লাইন বলে। কার্মান লাইন ভূ পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে অবস্থিত। অর্থাৎ ১০০ কিলোমিটার এর শেষ প্রান্ত কার্মান লাইন নামে পরিচিত। এর উপরে মহাকাশ বা মহাশুন্য বলা হয়।