কোন কোন ধাতব পদার্থের উপর আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় যা বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। ধাতুর এই আলোক ক্রিয়াকে আলোক ফফটোতড়িৎ ক্রিয়া বলে।
যেমন সিজিয়াম। সিজিয়ামের উপর আলো পড়লে বিদ্যুৎ তৈরি হয়।
কিন্তু তবুও সরাসরি এই ধাতুকে সোলার হিসাবে ব্যবহার করা যায়না। কারণ এই ধাতু অত্যান্ত সক্রিয় ফলে বাতাসে নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় বাধা হল নির্গত ইলেকট্রনের ডাইরেকশন না থাকায় এটি বর্তনী দিয়ে পরিবাহিত হতে পারেনা। এজন্য বিশেষ কৌশলে এর সাথে সিলিকন ডায়োড বা সিলিকন দিয়ে রেক্টিফায়ার বানিয়ে দেওয়া হয়। ফলে উৎপন্ন ইলেক্ট্রন একমুখী ডাইরেকশন পায়। এভাবে সোলার প্যানেল বানানো হয়।