ম্যাগনেসিয়াম ৩য়
পর্যায়ের ২য় গ্রুপের মৌল।
আর ক্যালসিয়াম ৪র্থ
পর্যায়ের ২য় গ্রুপের মৌল।
একই গ্রুপে যত নিচের দিকে
যাওয়া হয় ইলেকট্রনের একটি
নতুন শক্তিস্তর যুক্ত হয়। ফলে
নিউক্লিয়াস থেকে
সর্ববহিঃস্থ কক্ষপথের দূরত্ব
বেড়ে যাওয়ায়
নিউক্লিয়াসের সাথে
আকর্ষণ কমে যায়। আকর্ষণ
কমে যাওয়ায় সর্ববহিঃস্থ
শক্তিস্তর হতে ইলেকট্রন
বের করতে কম শক্তির
প্রয়োজন হয়।
তাই ম্যাগনেসিয়ামের
চেয়ে ক্যালসিয়ামের
আয়নিকরণ শক্তি কম।