পদার্থবিজ্ঞানে কৌণিক
বেগ (ইংরেজি: Angular
velocity ) বলতে সময়ের সাথে
বস্তুর কৌণিক সরণের
হারকে বোঝানো হয়।
অর্থাৎ কোনো অক্ষের
চতুর্দিকে ঘূর্ণায়মান
কোনো বস্তু বা বিন্দু প্রতি
একক সময়ে যে পরিমান
কৌণিক দুরত্ব অতিক্রম করে,
তাকে কৌণিক বেগ বলা হয়।
এটি একটি ভেক্টর রাশি।
এস.আই. পদ্ধতিতে কৌণিক
বেগ পরিমাপের একক হলো
রেডিয়ান প্রতি সেকেন্ড।
এছাড়া একে ডিগ্রি প্রতি
সেকেন্ড অথবা ঘূর্ণন প্রতি
সেকেন্ডে (revolution per
second- rps), ঘূর্ণন প্রতি
মিনিট (revolution per minute-
rpm) বা ঘূর্ণন প্রতি
ঘণ্টাতেও (revolution per hour-
rph) প্রকাশ করা হয়। একে ω
বা Ω (গ্রিক বর্ণ ওমেগা)
দ্বারা প্রকাশ করা হয়।
কৌণিক বেগের দিক হলো
বস্তুটি যে তলে ঘূর্ণায়মান,
থাকে সেই তলের লম্ব
বরাবর। যার দিক ডান হস্ত
নিয়ম দ্বারা নির্ণয় করা
যায়। গতানুগতিক
নিয়মানুসারে, ধনাত্মক
কৌণিক বেগ দ্বারা বুঝায়
বস্তুটি ঘড়ির কাটার
বিপরীত দিকে ঘুরছে আর
ঋণাত্মক কৌণিক বেগ
দ্বারা বুঝায় বস্তুটি ঘড়ির
কাটার দিকে ঘুরছে।
বৃত্তাকার পথে কোন বস্তু বা
বস্তকণার কৌণিক সরণের
হারকে উক্ত বস্তু বা বস্তু
কণারকৌনিক বেগবলে।
একেωবাΩ(গ্রিক বর্ণ ওমেগা)
দ্বারা প্রকাশ করা হয়।
কৌণিক বেগ ধনাত্মক বা
ঋণাত্মক হতে পারে। এটি
একটি ভেক্টর রাশি।
এস.আই. পদ্ধতিতে কৌণিক
বেগ এর একক হলোরেডিয়ান
প্রতি সেকেন্ড। এছাড়া
একে ডিগ্রি প্রতি সেকেন্ড
অথবা ঘূর্ণন প্রতি সেকেন্ডে
(revolution per second- rps),
ঘূর্ণন প্রতি মিনিট (revolution
per minute-rpm) বা ঘূর্ণন প্রতি
ঘণ্টাতেও (revolution per hour-
rph) প্রকাশ করা হয়।
কৌণিক বেগের মাত্রা :[ ω ]
= [রৈখিক বেগ/ব্যাসার্ধ] =
[LT-1]/[L] = [T-1]